দক্ষিণাঞ্চলে পণ্যবাহী পরিবহন ধর্মঘট প্রত্যাহার
দক্ষিণাঞ্চলে পণ্যবাহী পরিবহন ধর্মঘট প্রত্যাহার করে নেওয়া হয়েছে।
মঙ্গলবার বিকেলে সচিবালয়ে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। প্রায় সাড়ে তিন ঘণ্টা বৈঠক শেষে নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান সাংবাদিকদের একথা জানান।
বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ পরিবহন নেতারা উপস্থিত ছিলেন।
অতিরিক্ত পণ্য পরিবহন নিয়ন্ত্রণ কেন্দ্র স্থাপন ও ফেরিঘাটে চাঁদাবাজি বন্ধসহ ১২ দফা দাবিতে খুলনা বিভাগ, বৃহত্তর ফরিদপুর ও বরিশালসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলায় অনির্দিষ্টকালের পণ্য পরিবহন ধর্মঘটের দ্বিতীয় দিন ছিল মঙ্গলবার।
দাবিগুলো হলো- পরিবহনে অতিরিক্ত পণ্য বোঝাই না করতে প্রেসনোট জারি, অতিরিক্ত পণ্য পরিবহন নিয়ন্ত্রণ কেন্দ্র স্থাপন, ওয়েব্রিজে জরিমানা বাতিল, ১২ হাজার টাকা স্কেল জরিমানা প্রত্যাহার, ফেরিঘাটে চাঁদাবাজি ও অনিয়ম বন্ধ, কাগজপত্র পরীক্ষার নামে হয়রানি বন্ধ, পৌরসভা ও সিটি করপোরেশনের নামে চাঁদাবাজি বন্ধ, ব্রিজের টোল কমানো, অপ্রয়োজনীয় স্পিড ব্রেকার অপসারণ, প্রশিক্ষণের মাধ্যমে ড্রাইভিং লাইসেন্স প্রদান, জ্বালানি তেলের দাম কমানো, ভারতের পেট্রাপোল বন্দরে চালকদের নির্যাতন বন্ধ ও গত বছরের সীতাকুন্ডু থানায় ৪০০ জন অজ্ঞাত ট্রাকচালকদের নামে মামলা প্রত্যাহারের দাবিতে তারা এ ধর্মঘট পালন করছিল।
মন্তব্য চালু নেই