থানায় তোলপাড়, পুলিশকে এলোপাতাড়ি মারধর তরুণীর
ইন্টারনেটে হঠাৎ ভাইরাল একটি ভিডিও। মাতাল অবস্থায় এক তরুণী থানায় ঢুকে টেবিল চাপড়াচ্ছেন, হাত তুলছেন ডিউটিরত অফিসারের গায়ে। ঘটনাটি ঘটেছে গত ১৬ জুন। তরুণীর নাম গৌরী ভিডে। মুম্বইয়ের যোগেশ্বরী এলাকায় তাঁকে ১৬ জুন রাতে পুলিশ গ্রেফতার করে মদ্যপ অবস্থায় র্যাশ ড্রাইভিংয়ের জন্য।
গৌরীর সঙ্গে ছিলেন তাঁর কয়েকজন বন্ধু। জানা গিয়েছে দিগ্বিদিকশূন্য হয়ে গাড়ি চালিয়ে তিনি ফুটপাথে উঠে পড়েন এবং একটি ডিভাইডারের সঙ্গে ধাক্কা লাগে তাঁর। সঙ্গে সঙ্গেই তাঁকে এবং তাঁর বন্ধুদের নিয়ে যাওয়া হয় থানায়। থানায় পৌঁছতেই স্বমূর্তি ধরেন গৌরী। অফিসারদের লাথি-চড় মারতে থাকেন, সঙ্গে চলে গালাগালি।
বন্ধুরা অনেক চেষ্টা করেও তাঁকে আটকে রাখতে পারেননি। শেষ পর্যন্ত পুলিশ এবং গৌরীর বন্ধুরা তাঁকে শান্ত করতে সক্ষম হলে তাঁকে মুম্বইয়ের জে জে হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়। গৌরীর বিরুদ্ধে আইপিএস সেকশন ২৭৯,৩৩২,৩৫৩,৪২৭ এবং ৩৪ অনুযায়ী তাঁর বিরুদ্ধে চার্জশিট দাখিল করে পুলিশ এবং তাঁকে এক রাত্রের জন্য পুলিশ কাস্টডিতে রাখা হয়।-এবেলা
মন্তব্য চালু নেই