থাইল্যান্ডের জঙ্গলে নতুন করে ৩২ বাংলাদেশী উদ্ধার

থাইল্যান্ডের জঙ্গলে আরও ৩২ বাংলাদেশী অবৈধ অভিবাসীর সন্ধান পেয়েছে থাই পুলিশ।

সঙ্খলা প্রদেশ থেকে শনিবার তাদের উদ্ধার করা হয়েছে। এক প্রতিবেদনে এ খবর দিয়েছে থাইল্যান্ডের অন্যতম প্রভাবশালী গণমাধ্যম ব্যাংকক পোস্ট।

খবরে বলা হয়, সঙ্খলার হাত ইয়াই ও রাত্তাফাম জেলা থেকে ৩২ বাংলাদেশীকে উদ্ধার করেছে স্থানীয় পুলিশ ও কর্মকর্তারা।

খাও কিউ পাহাড়ি এলাকায় উদ্ধার হওয়া অভিবাসীরা সবাই পুরুষ। তারা থা চামুয়াং বনের এক ধার দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাদের সবাইকে ক্লান্ত ও ক্ষুধার্ত দেখাচ্ছিল।

উদ্ধারের পর তাদের বান খলং স্কুলে নেওয়া হয়। সেখান থেকে রাত্তাফামের অস্থায়ী আশ্রয় কেন্দ্রে নেওয়া হয়েছে ৩২ জনকে।

ওই আশ্রমেই রয়েছেন বাংলাদেশের ৯১ জনসহ আরও ১১৭ অবৈধ অভিবাসী, শনিবারের আগে যাদের উদ্ধার করা হয় রাত্তাফামের বন থেকে।



মন্তব্য চালু নেই