‘তৎপরতা ছিল বলেই কোনো অঘটন ঘটেনি’

ঈদে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর ছিল বলেই দেশে কোনো ধরনের অঘটন ঘটেনি। দেশের মানুষ নির্বিঘ্নে খুব ভালোভাবেই ঈদ উদযাপন করেছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বৃহস্পতিবার সকালে সচিবালয়ে নিজ কার্যালয়ে ঈদ শুভেচ্ছা বিনিময়কালে সাংবাদিকদের এ কথা বলেন।

তিনি আরো বলেন, ‘সন্ত্রাসবাদ মোকাবিলায় এবার ঈদে আমরা বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি। আমাদের গোয়েন্দা নজরদারিও ছিল। ফলে টঙ্গীর (বয়লার বিষ্ফোরণ) ঘটনা ছাড়া দেশে আর কোনো অঘটন ঘটেনি।’

আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ‘দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভাল রয়েছে। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় তৎপর রয়েছে আমাদের গোয়েন্দা সংস্থা।’

সন্ত্রাসবাদ মোকাবিলায় সচেতন ও সতর্ক থাকায় দেশবাসীকে অভিনন্দন জানান স্বরাষ্ট্রমন্ত্রী।



মন্তব্য চালু নেই