ব্লগার অভিজিৎ'কে হত্যার প্রতিবাদে………
তোমরা কি মানুষ ?
তোমরা কি মানুষ ?
সূর্য পলাশ
আরও একটি নগ্নতার বহিঃপ্রকাশ,
আরও একটি জঘন্য ইতিহাস !
আবারও প্রশ্ন আসে তোমরা কি সত্যিই মানুষ ?
না, তোমরা মানুষ নয়-
তোমরা কোঠর রাজনৈতিক ব্যক্তিত্ব,
সাম্প্রদায়িকতা, কূপমণ্ডূকটা জিইয়ে রাখো,
টিকিয়ে রাখতে শোষণের অস্তিত্ব !
আরও একটি সত্য-সুন্দরের হল অধঃপতন,
আরও একটি লাশ করলে তোমরা গলধকরন !
আবারও প্রশ্ন আসে তোমরা কি সত্যিই মানুষ ?
না, তোমরা মানুষ নয়-
তোমরা টুপি পরা মুসলিম, টিকি ধারি হিন্দু,
তোমরাই হলে জঘন্য জানোয়ার হিংস্র হায়েনা,
তোমাদের মাঝে তাই, মানবতা নাই এক বিন্দু !
মন্তব্য চালু নেই