তেলের সাথে পানি মিশিয়ে বিক্রি : ফিলিং স্টেশনকে ২ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক : তেলের সাথে পানি মিশিয়ে বিক্রির দায়ে আশুলিয়ার ঈশা ফিলিং স্টেশনকে দুই লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিদপ্তর। নমুনা পরীক্ষা শেষে তেলের সাথে পানির মিশ্রনের প্রমান পাওয়ায় অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়।

মঙ্গলবার দুপুরে আশুলিয়ার জামগড়া ছয়তলা এলাকায় মেসার্স ঈশা ফিলিং স্টেশনে থানা পুলিশের সমন্বয়ে সহকারি পরিচালক আব্দুল জাব্বার মন্ডলের নেতৃতে অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর।

ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সহকারি পরিচালক আব্দুল জাব্বার মন্ডল জানান, গত ৩ জানুয়ারী একটি বেসরকারি ব্যাংকের ব্যবস্থাপক অভিযোগের ভিত্তিতে ঈশা ফিলিং স্টেশন থেকে নমুনা সংগ্রহ করা হয়।পরে তা পরীক্ষাগারে প্রায় তিন মাস পরক্ষিা নিরীক্ষা শেষে প্রতিবেদন পাওয়া যায়। তথ্য প্রমাণের ভিত্তিতে ঈশা ফিলিং স্টেশনে অভিযান পরিচালনা করে তেলের সাথে পানি মেশানোর বিক্রির জন্য দুই লক্ষ টাকা জরিমানা করা হয়। এছাড়া তারা যেন এধরনের কাজ ভবিষৎ করতে না পারে সে বিষয়ে সতর্কতা করা হয়।



মন্তব্য চালু নেই