তৃতীয় রাউন্ডে মারে

মেলবোর্নের ৩০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা স্কটিশ এন্ডি মারের পথে বাধা সৃষ্টি করতে পারেনি। প্রতিরোধ গড়তে পারেনি স্থানীয় তারকা মারিনকো ম্যাটোসেভিচও। বুধবার মার্গারেট কোর্ট অ্যারেনায় ১ ঘণ্টা ৪২ মিনিটের দ্বৈরথে ৬-১, ৬-৩ ও ৬-৩ গেমে ম্যাচ জিতে অস্ট্রেলিয়ান ওপেনের তৃতীয় রাউন্ড নিশ্চিত করেছেন ছেলেদের ষষ্ঠ বাছাই।

২৭ বছর বয়সী মারে বুধবারের জয়ের মাধ্যমে অস্ট্রেলিয়ানদের বিপক্ষে শতভাগ জয়ের রেকর্ড অক্ষুণ্ন রাখলেন। ১০টি ম্যাচ খেলে প্রত্যেকটিতেই জয় তুলে নিয়েছেন গ্র্যান্ড স্লাম জয়ী এই তারকা। উল্লেখ্য, বুধভারের এই জয়ের মাধ্যমে পর্তুগালের জাউ সউসোর বিপক্ষে পরের রাউন্ডে খেলা নিশ্চিত করেন মারে। যে ম্যাচ জিতলে কোয়ার্টারে নাম লেখাবেন ছেলেদের ষষ্ঠ বাছাই।

এদিন জয়ের পর মারের গলায় স্বস্তি ঝরেছে, ‘তৃতীয় রাউন্ডে ওঠা অবশ্যই আনন্দের। আর এরকম গরমের মধ্যে জয় তুলে নেয়াটা আরো বড় স্বস্তির। আসলে শুরুটা ভালো হয়েছিল আমার। অন্যদিকে মারিনকো তখন কিছুটা ধীর ছিল। অবশ্য ম্যাচ গড়ানোর সাথে সাথে সে খেলায় ফেরার চেষ্টা করেছে। কিন্তু আমি আমার কাজটা করে গেছি।’



মন্তব্য চালু নেই