তুরাগে কিশোরের বস্তাবন্দি লাশ উদ্ধার

রাজধানীর তুরাগের ধউর এলাকার উত্তোরণ প্রকল্পের ভিতরে অঙ্গাত এক কিশোরের বস্তাবন্দি লাশ(১৩) উদ্ধার করেছে তুরাগ থানা পুলিশ। শনিবার আনুমানিক সকাল ১২ টার দিকে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ।

তুরাগ থানা অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবে খোদা ঘটনার সত্যতা নিশ্চিত করে সাংবাদিকদের জানান, তুরাগের ধউর এলাকার উত্তোরণ প্রকল্পের ভিতরে অঙ্গাত কিশোরের বস্তাবন্দি লাশ দেখে স্থানীয় লোকজন থানা পুলিশকে খবর দেয়। এরপর এসআই মাহবুব ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন। তবে এখনো লাশের পরিচয় পাওয়া যায় নি। আমরা তার পরিচয় পাওয়ার সর্বাত্তোক চেষ্টা চালাচ্ছি।



মন্তব্য চালু নেই