তুরস্কের রাষ্ট্রদূত প্রত্যাহারের খবর সত্য নয়

বাংলাদেশ থেকে তুরস্কের রাষ্ট্রদূত প্রত্যাহারের খবর সত্য নয় বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

বৃহস্পতিবার সন্ধ্যায় সাংবাদিকদের তিনি বলেন, ‘তুরস্কের রাষ্ট্রদূতকে বাংলাদেশ থেকে প্রত্যাহার করার খবর সত্য নয়।’

শাহরিয়ার আলম বলেন, ‘তিনি (তুর্কি রাষ্ট্রদূত) বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়ে জানিয়ে কয়েকদিনের জন্য দেশের (বাংলাদেশের) বাইরে গেছেন।’

তিনি বলেন, ‘কূটনীতিকদের এটি একটি স্বাভাবিক চর্চা। কূটনীতিকরা নিজের দেশে আলোচনা করার জন্য কিংবা অন্য কোনো দেশেও যেতে পারেন।’

‘ফলে কোন কোন বিদেশি বার্তা সংস্থা তুরস্কের রাষ্ট্রদূতকে প্রত্যাহারের যে খবর দিয়েছে, তারা তা কোথা থেকে পেয়েছে তা আমাদের জানা নেই’ যোগ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

এর আগে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোগানকে উদ্ধৃত করে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, নিজামীর ফাঁসি কার্যকরের প্রতিবাদে ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ডেভরিম ওযটুককে আংকারায় ডেকে পাঠানো হয়েছে।

একাত্তরের মানবতাবিরোধী অপরাধে গত মঙ্গলবার দিনগত রাত ১২টা ১০ মিনিটে জামায়াতে ইসলামীর আমীর মতিউর রহমান নিজামীর ফাঁসি কার্যকর করা হয়। এনিয়ে একই অভিযোগে দলটির চার নেতার ফাঁসি কার্যকর হলো।



মন্তব্য চালু নেই