তুজুলপুর জি.সি মাধ্যািমক বিদ্যালয়ে গরিব ও মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে বৃত্তি প্রদান
মরহুম আতিয়ার রহমান বৃত্তি প্রকল্পর পক্ষ থেকে তুজুলপুর জি.সি মাধ্যািমক বিদ্যালয়ে গরিব ও মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। গতকাল বিকাল ৪টার সময় সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের তুজুলপুর জি.সি মাধ্যমিক বিদ্যালয়ে গরিব ও মেধাবী ছাত্র-ছাত্রীদের বৃত্তি প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজ সেবক স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি আলি হোসেন। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক জনাব নাজমুল আহসান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার জনাব আমিনুল ইসলাম টুকু, ইঞ্জিনিয়ার ও কানাডা প্রবাসী জনাব সামছুর রহমান, ডাঃ হাবিবুর রহমান হবি, ডাঃ আফতাবুজ্জামান, ডাঃ মুফাখ্খারুল ইসলাম। উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি ঝাউডাঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সরদার এম এ মজিদ, ঝাউডাঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আমেরিকান প্রবাসী বজলুর রহমান, ঝাউডাঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আজমল উদ্দিন, ঝাউডাঙ্গা ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান রফিকুল ইসলাম, ইউনিয়ন আ.লীগের সভাপতি রমজান আলি বিশ্বস, সাধারন সম্পাদক বাবু অমেরন্দ্র নাথ ঘোষ, ঝাউডাঙ্গা কলেজের অধ্যক্ষ খলিলুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন যে জাতি যত শিক্ষিত সে জাতি তত উন্নত। আজকের এই বৃত্তি প্রদান অনুষ্ঠানে সকল ছাত্র ছাত্রীকে সু-শিক্ষার ধারাবাহিকতা ধারন করে সমাজ, জাতি তথা সমগ্র দেশের সেবা করবে। তিনি আরও বলেন সরকারের পাশাপাশি আমাদের এলাকার বৃত্তশালি ব্যক্তিদেরকে এসকল সমাজসেবা মূলক কাজের মাধ্যমে এলাকার হত দরিদ্র মেধাবী ছাত্রদের পাশে এস দাড়ানোর আহবান জানান। যাহাতে সমাজ,দেশ ও জাতি উপকৃত হতে পারে। অনুষ্ঠানে অত্র স্কুলের ১০জন গরিব ও মেধাবী ছাত্র-ছাত্রীদের প্রত্যেককে ৫হাজার টাকা করে বৃত্তি প্রদান করা হয়। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন তুজুলপুর জি.সি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম।
মন্তব্য চালু নেই