তীব্র যানজট ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার এলাকা থেকে পদুয়ার বাজার বিশ্বরোড এলাকা পর্যন্ত অন্তত ১০ কিলোমিটার এলাকায় যানজট সৃষ্টি হয়েছে। মহাসড়কের কোথাও এক মুখী, কোথাও উভয়মুখী যানজট লেগে আছে।
বৃহস্পতিবার ভোরের দিকে এ যানজটের সৃষ্টি হয়। এতে উভয় দিকে শত শত পণ্য ও যাত্রীবাহী যানবাহন আটকা পড়ে সৃষ্টি হয়েছে চরম দুর্ভোগ।
যানবাহনের চালকরা জানান, মহাসড়কের চারলেনের কাজ চলার কারণে কোথাও কোথাও রাস্তার এক পাশ দিয়ে যান চলাচল করতে হচ্ছে। এ কারণেই যানজটের সৃষ্টি হয়েছে।
তবে হাইওয়ে পুলিশ জানায়, ময়নামতি সেনানীবাস এলাকায় মহাসড়কের কাজ চলছে। ফলে এখানকার মহাসড়ক কিছুটা সরু হওয়ার কারণে এ যানজট হতে পারে। যানজটের আর কোনো কারণ আছে কী না এ ব্যাপারে কর্তব্যরত হাইওয়ে পুলিশের সদস্যরা কিছু বলতে পারেনি।
মন্তব্য চালু নেই