‘তিস্তা ও স্থল সীমান্ত চুক্তি নিয়ে আলোচনা করেছি’

তিস্তা চুক্তি ও স্থল সীমান্ত চুক্তির বাস্তবায়ন প্রসঙ্গে বাংলাদেশ সফররত ভারতের পররাষ্ট্র সচিব শুভ্রামানিয়াম জয়শঙ্কর বলেছেন,‘‘এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি। সার্কযাত্রার অংশ হিসেবে সফর করছি।পরবর্তী মিটিংগুলোতে আলোচনা ফলপ্রসু হবে বলে আশা করছি।’’

বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টিসেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনোমিক কো-অপারেশন (বিমসটেক) এবং দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক)সহ দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হয়েছে বলে তিনি জানান।

সোমবার দুপুরে বাংলাদেশ-ভারত সচিব পর্যায়ের এ বৈঠক শেষে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

ভারতের পররাষ্ট্র সচিব আরো বলেন, ‘বাংলাদেশে এবারই আমার প্রথম সফর।বাংলাদেশ আমার ভালো লাগছে।’

এর আগে বেলা ১২টা ৪০ মিনিটে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠক শুরু হয়ে সোয়া দুইটায় শেষ হয়। বৈঠকে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব শহীদুল হক।

এদিকে দুপুর তিনটায় পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন ভারতের পররাষ্ট্র সচিব।

এরপর প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা গওহর রিজভি এবং পরে সন্ধ্যা ছয়টায় সংসদ ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন জয়শঙ্কর।

সার্কযাত্রার অংশ হিসেবে ভারতের পররাষ্ট্র সচিব সুব্রামানিয়াম জয়শঙ্কর ‘শুভেচ্ছা সফরে’ বাংলাদেশে এসেছেন।



মন্তব্য চালু নেই