তিন হাসপাতালের ঘটনায় পৃথক তিন তদন্ত কমিটি গঠন

রাজশাহী ও সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল ও বারডেমের ঘটনায় পৃথক তিনটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম।

সচিবালয়ে সাংবাদিক ও চিকিৎসক নেতাদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক শেষে মঙ্গলবার সন্ধ্যায় এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী।

তিনি জানান, সোমবার তিন যুগ্ম সচিবের নেতৃত্বে তিনটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী ৭ দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ঘটনায় যুগ্ম সচিব আনোয়ার হোসেন এবং স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালের ঘটনায় সৈয়দা আনোয়ারা বেগমকে সভাপতি করে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এছাড়া যুগ্ম সচিব গৌতম আইচ সরকারকে সভাপতি করে বারডেমের ঘটনায় তদন্ত কমিটি করা হয়েছে। প্রতিটি কমিটি ৫ সদস্যের।

এছাড়া এ সব ঘটনায় বিভিন্ন টেলিভিশন মিডিয়ার যে সব ক্যামেরা ভাঙচুর হয়েছে তার ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানান তিনি।



মন্তব্য চালু নেই