তিন হাজার শিক্ষক নিয়োগ হবে সেকায়েপ প্রকল্পে

বিশ্বব্যাংকের অর্থায়নে পরিচালিত শিক্ষা মন্ত্রণালয়ের সেকেন্ডারি এডুকেশন কোয়ালিটি অ্যান্ড অ্যাকসেস অ্যানহ্যান্সমেন্ট প্রজেক্টে (সেকায়েপ) তিন হাজার শিক্ষক নিয়োগ হবে।
পুরুষ প্রার্থীর পাশাপাশি নারী ও ভিন্নভাবে সক্ষম মানুষদের আবেদনে আগ্রাধিকার থাকছে। আবেদনের শেষ তারিখ ১৩ আগস্ট।

যেসব বিষয়ে নিয়োগ:
ইংরেজি, গণিত, পদার্থ, রসায়ন ও জীববিজ্ঞান।

যোগ্যতা:
আগ্রহীদের সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক (সম্মান) হতে হবে। স্নাতক (পাস) কোর্সের শিক্ষার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়ে ৩০০ নম্বরের কোর্স সম্পন্ন হতে হবে। স্নাতক (সম্মান ও পাস) পর্যায়ে ৫০ ভাগ বা সিজিপিএ ৪-এ ২.৫ পেয়ে পাস করতে হবে।

বেতন:
স্নাতকে প্রথম শ্রেণিপ্রাপ্ত শিক্ষকদের মাসিক বেতন হবে ২৫ হাজার টাকা। দ্বিতীয় শ্রেণিপ্রাপ্তদের বেতন হবে ২২ হাজার টাকা।

কর্মক্ষেত্র ও নিয়োগের বৈশিষ্ট্য:
সারাদেশের প্রান্তিক এক হাজার স্কুলে অতিরিক্ত শিক্ষক হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হবে নির্বাচিতদের। চুক্তির মেয়াদ হবে মেয়াদ হবে ২০১৭ সালের ডিসেম্বর পর্যন্ত।

আবেদন প্রক্রিয়া:
অনলাইনে (www.seqaep.gov.bd) ১৩ আগস্টের মধ্যে আবেদন করতে হবে। অনলাইন আবেদনপত্রসহ যাবতীয় কাগজ সরাসরি জমা দিতে হবে ২০ আগস্টের মধ্যে।



মন্তব্য চালু নেই