তিন র‌্যাব সদস্যকে জেলগেটে জিজ্ঞাসাবাদ

নারায়ণগঞ্জে সাত খুনের ঘটনায় কারাগারে আটক র‌্যাবের তিন সদস্যকে জেলগেইটে জিজ্ঞাসাবাদ করছে হাইকোর্টের নির্দেশে জনপ্রশাসন মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটি।

সোমবার বিকেল তিনটায় তদন্ত কমিটি প্রধান জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. শাহজাহান আলী মোল্লার নেতৃত্বে সাত সদস্যের তদন্ত কমিটি ফতুল্লার সস্তাপুর এলাকায় নারায়ণগঞ্জ জেলা কারাগারে এসে জিজ্ঞাসাবাদ শুরু করেন।

র‌্যাবের তিন সদস্য হলেন- হাবিলদার এমদাদুল হক, ল্যান্স নায়েক হীরা মিয়া ও সিপাহী তৈয়ব আলী। এর আগের র‌্যাবের এই তিন সদস্য নারায়ণগঞ্জে সাত খুনের ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে এবং হত্যাকাণ্ডের বর্ণনা দিয়ে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেন।

প্রসঙ্গত, এ নিয়ে সাত খুনের ঘটনায় গ্রেফতার হওয়া র‌্যাব-১১’র সাবেক তিন কর্মকর্তাসহ মোট নয়জন আদালতে দোষ স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছেন। আর ঘটনার সাক্ষী হিসেবে র‌্যাবের নয় সদস্যসহ ১২ জনের আদালতে জবানবন্দী নেয়া হয়েছে।



মন্তব্য চালু নেই