‘তিন মাসেই থেমে গেছে পেট্রোলবোমাবাজরা’

আইজিপি একেএম শহিদুল হক বলেছেন, যারা পেট্রোলবোমা ও ককটেল মেরে দেশকে অস্থিতিশীল করে পুলিশের মনোবল ভেঙে দিতে চেয়েছিল, তারা ৩ মাসেই ক্লান্ত হয়ে থেমে গেছে। দেশে এখন সহিংসতা কমে এসেছে।

সিলেটের দক্ষিণ সুরমার লালাবাজারে আরআরএফ (রেঞ্জ রিজার্ভ ফোর্স) ব্যারাকের নবনির্মিত ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে শুক্রবার সকাল সাড়ে ১০টায় এ কথা বলেন।

সিলেটের আরআরএফ কমান্ড্যান্ট আনসার উদ্দিন খান পাঠানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইজিপি আরও বলেন, বিশৃঙ্খলাকারীদের হামলায় গত ৩ মাসে প্রায় ৩ হাজার পুলিশ সদস্য আহত হয়েছেন। এদের মধ্যে ৩শ জন ভবিষ্যতে আর কোনো কাজ করতে পারবে না।

তিনি জানান, জনতার সহযোগিতায় এ পর্যন্ত ৬শ জন পেট্রলবোমা ও ককটেল হামলাকারী আটক করা হয়েছে।

শহিদুল হক বলেন, বর্তমান সরকারের আমলে পুলিশ বাহিনী সর্ব্বোচ্চ সুযোগ সুবিধা পাচ্ছে। গত ৫ বছরে পুলিশের বরাদ্দ দ্বিগুণ হয়েছে। সিলেটের এ আরআরএফ ব্যারাক উদ্বোধন করায় নতুন রিক্রুট কনস্টেবলরা প্রশিক্ষণ নিতে পারবে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইজিপি শহিদুল হক বলেন, বিএনপি নেতা সালাহ উদ্দিনকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আটক করেনি। তিনি মামলার পলাতক আসামি। তাকে খুঁজে পাওয়া গেলে জানানো হবে।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন, সিলেট রেঞ্জের ডিআইজি মিজানুর রহমান, সিলেটের জেলা প্রশাসক শহীদুল ইসলাম, গণপূর্ত বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আমিনুল ইসলাম, দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু জাহিদ প্রমুখ।



মন্তব্য চালু নেই