তিন মদ্যপ মাতালের জন্য ভয়াবহ বন্যায় ভাসলো গোটা দেশ!
তিন মদ্যপ মাতালের কীর্তিতে বন্যায় ভেসে গেল ভিয়েতনাম। মদ্যপ অবস্থায় ওই তিন জন রিজার্ভারের ফ্লাডগেট খুলে দেয়। তার ফলে বন্যায় ভেসে যায় ভিয়েতনামের বিস্তীর্ণ এলাকা। বহু মানুষ ঘরছাড়া হন। নষ্ট হয় বহু লক্ষ টাকার শস্য। ওই তিন মদ্যপ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মদ্যপ অবস্থায় রাতের অন্ধকারে রাতের অন্ধকারে ফ্লাড গেট খুলে দেয় তিন জন। তুমুল স্রোতে বেরিয়ে দুই মিলিয়ন কিউবিক মিটার জল, অলিম্পিক গেমসে ৮০০টা সুইমিং পুলে যত জল ধরে তার সমান। এর ফলে ভিয়েতনামের বিস্তীর্ণ অংস জুড়ে যে বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে তাতে ভেসে গিয়েছে ২০ হেক্টর শস্যক্ষেত। ক্ষতি হয়েছে কয়েক কোটি টাকার সম্পত্তির।
শুধু তাই নয়, রিজার্ভারের সব জল এ ভাবে বেরিয়ে যাওয়ায় জল সংকট দেখা দিয়েছে সে দেশে। তিন জনকে আটক করেছে পুলিশ। মদ্যপ অবস্থায় এমন কাণ্ড ঘটালেও, তাদের বিরুদ্ধে ক্রিমিনাল কেস দায়ের করা হবে কিনা, তা নিয়ে ভাবনাচিন্তা চলছে।
মন্তব্য চালু নেই