তিন তরুণের ‘ফ্রেন্ডশীপ, লাভ অ্যান্ড সামথিং মোর’

বন্ধুত্ব, ভালোবাসা কিংবা তার চেয়েও বেশি কিছু নিয়ে এগিয়ে যায় মানুষের সঙ্গে মানুষের সর্ম্পক। তবে বন্ধুর সঙ্গে একরকম, তো প্রেমিকার সঙ্গে আরেক সর্ম্পক। কিন্তু সত্যিকারের ভালোবাসা আসলে কোন সর্ম্পকের মধ্যে থাকে? এমন অনেক ব্যাপার থাকে যা বন্ধুকে বলে বুঝানো যায়, কিন্তু প্রেমিকাকে নয়। বন্ধুত্ব ও ব্যক্তিগত জীবনের এমনই গল্প নিয়ে গড়ে উঠেছে ‘ফ্রেন্ডশিপ, লাভ অ্যান্ড সামথিং মোর’শিরোনামে নতুন একটি টেলিফিল্মের গল্প। মাবরুর রশীদ বান্নাহর রচনা ও পরিচালনায় এতে একসঙ্গে অভিনয় করেছেন এই প্রজন্মের তিন তরুণ মেহজাবীন, সিয়াম ও ঈশিকা।

টেলিফিল্মে নিজের চরিত্র সর্ম্পকে অভিনেতা সিয়াম বলেন, ‘গল্পের চরিত্রটি আমি বাস্তব জীবনে যেমন তার পুরোই বিপরীত। এই পর্যন্ত আমার পছন্দের যত চরিত্র আছে তার মধ্যে এটি একটি। আশা করি দর্শকদের অনেক ভালো লাগবে। ’

সম্প্রতি ঢাকার বিভিন্ন লোকেশনে টেলিফিল্মটির দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে। আসছে পহেলা বৈশাখে মাছরাঙা টেলিভিশন চ্যানেলে এটি প্রচার হবে।



মন্তব্য চালু নেই