তিন জঙ্গির ময়নাতদন্ত ঢাকা মেডিকেলে

নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়ায় জঙ্গিবিরোধী অভিযানে নিহত তিন জঙ্গির মরদেহের ময়নাতদন্ত নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে হচ্ছে না। এই ময়নাতদন্ত হবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।

শনিবার রাত ৯টার দিকে নারায়ণগঞ্জের সিভিল সার্জন আশুতোষ দাস এ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, এর আগে নিহত জঙ্গিদের ময়নাতদন্তের জন্য তিন সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছিল। কিন্তু মরদেহ বেশ কয়েকদিন হাসপাতালের মর্গের হিমাগারে রাখাসহ পুলিশের বেশ কিছু বিষয়ে নারায়ণগঞ্জে সম্ভব না হওয়ায় এখানে ময়নাতদন্ত করা সম্ভব হচ্ছে না। তাই এই ময়নাতদন্ত হবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। তবে এখনো মরদেহগুলো নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালেই রয়েছে।

তিনি আরো বলেন, নিহত তিন জঙ্গির ময়নাতদন্তের পাশাপাশি ফরেনসিক টেস্ট এবং ডিএনএ টেস্ট করার প্রয়োজন হতে পারে। কিন্তু নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে সেসব সুবিধা না থাকায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে। তবে কখন পাঠানো হবে সে বিষয়ে কিছু জানাননি তিনি।



মন্তব্য চালু নেই