তাড়াশে স্কুল শিক্ষকের বেত্রাঘাতে আহত ১৯ ছাত্র
কোচিং সেন্টারে না পড়ার অপরাধে সিরাজগঞ্জের তাড়াশে স্কুল শিক্ষকের বেত্রাঘাতে ১৯ ছাত্র আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার উপজেলার দোবিলা দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ে।
জানা গেছে, কোচিং সেন্টারে না পড়ার অপরাধে উপজেলার মাগুড়া বিনোদ ই্উনিয়নের দোবিলা দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ের খন্ড কালীন শিক্ষক এনামুল হক ৮ম শ্রেণীর ১৯ ছাত্রকে বাঁশের কুঞ্চি দিয়ে বেধম প্রহার করেন। এতে গুরুতর আহত আবু বক্কার (১৪), মতিউর (১৩), শিহাব (১৫), নাইম (১৪), তাওহীদ(১৪) অসুস্থ হয়ে পড়লে অভিভাবক সহ স্থানীয় জনতার ক্ষোভের মুখে পড়ে পালিয়ে যান ওই শিক্ষক।
এ ব্যাপারে আহত ছাত্ররা এ প্রতিবেদককে জানায়, শিক্ষক এনামুল হক নিয়োগ পাওয়ার পর থেকেই তাদেরকে তার কাছে প্রাইভেট পড়ার জন্য চাপ প্রয়োগ করেন। কিন্তু, তারা প্রাইভেট না পড়ায় তাদেরকে ক্লাসে নির্মম ভাবে বেত্রাঘাত করে মারাত্মক আহত করেন।
অভিযুক্ত শিক্ষক এনামুল হক বলেন, ভুল বোঝাবুঝির কারনে হালকা বেতাঘাত করা হয়েছে। এ বিষয়ে অভিভাবকগণ উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন।
মন্তব্য চালু নেই