তালায় ‘আলোকিত শাহপুরের’ শুভ উদ্ভোধন ও মহান বিজয় দিবস উত্যায়পন

এসকে রায়হান, তালা (সাতক্ষীরা) থেকে: তালা উপজেলার খেশরা ইউনিয়নের শাহপুর নিরিবিলি বাজারে এক আনন্দঘন ও জাকজমকপুর্ন পরিবেশে উত্যাখপিত হলো স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোকিত শাহপুর’ এর শুভ উদ্ভোধন ও ৪৫ তম মহান বিজয় দিবস । শনিবার রাত ৮ টায় শাহপুর নিরিবিলি বাজারে এ অনুষ্ঠানের আয়োজন করেন আলোকিত শাহপুরের একদল তরুন , যারা এলাকার সার্বিক উন্নয়নের ব্রত নিয়ে এবছরের সেপ্টেম্বরেই তাদের যাত্রা শুরু করে ।

আলোকিত শাহপুরের সভাপতি মাসুদ আল কবীর রাজন-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ১০নং খেশরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক রাজীব হোসেন রাজু । বিশেষ অতিথি ছিলেন , খলিশখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও বাংলাদেশ টেলিভিশনের সাতক্ষীরা প্রতিনিধি মোজাফ্ফর রহমান , জেলা পরিষদ নির্বাচনের ১৩নং ওয়ার্ড সদস্য পদে প্রতিদ্বন্দিতাকারী এসএম ওমর সাঁকি ফেরদৌস পলাশ , এসকে মাহফুজার রহমান , সংরক্ষিত মহিলা সদস্য পদে প্রতিদ্বন্দিতাকারী মূর্শিদা পারভীন পাপড়ী , খেশরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এসএম লিয়াকত হোসেন , বিশিষ্ট মুক্তিযোদ্ধা আব্দুল গফুর গোলদার , তালা সদর প্রেসক্লাব সভাপতি , সাংবাদিক ও ঠিকাদার আব্দুল জব্বার , আওয়ামীলীগ নেতা আব্দুল্লাহ আল মামুন তাজ , খেশরা ইউনিয়নের ১নং ওয়ার্ড সদস্য বাবু নিমাই সানা , ৩নং ওয়ার্ড সদস্য আলহাজ্ব আলাউদ্দীন গাজী , ৪নং ওয়ার্ড সদস্য শামসুল হক , ৫নং ওয়ার্ড সদস্য জাহিদুর শেখ , বিএনপি নেতা হাসিবুর রহমান হাসিবসহ স্থানীয় নেতৃবৃন্দ ।

অনুষ্ঠানের শুরুতে ফিতা কেটে আলোকিত শাহপুরের শুভ উদ্ভোধন করেন প্রধান অতিথি খেশরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রাজীব হোসেন রাজু ।

অনুষ্ঠানে বক্তারা আলোকিত শাহপুর সংগঠনটি যাতে তাদের সেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে শাহপুরের সীমা ছাড়িয়ে সারা দেশে তাদের উন্নয়নের আলো ছড়াতে পারেন , সে ব্যাপারে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়ার প্রত্যয় ব্যক্ত করেন ।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বিশাল জনসমুদ্রময় দর্শকের উপস্থিতিতে এক মনোজ্ঞ সাংষ্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় । সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন স্থানীয় সাংবাদিক এসকে রায়হান ।



মন্তব্য চালু নেই