তারেককে বেয়াদব বললেও এ শব্দের অপমান হয় : কামরুল ইসলাম
খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে কোনো বিশেষণই বসানো যায় না। তাকে অর্বাচীন, বেয়াদব বললেও এসব শব্দকে অপমান করা হয়।
রোববার জাতীয় সংসদের দ্বিতীয় (বাজেট) অধিবেশনে ২০১৪-১৫ অর্থ বছরের বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
খাদ্যমন্ত্রী বলেন, ‘দেশে কিছু কিছু জ্ঞানপাপীর উদ্ভব হয়েছে। এরা জেনে শুনে মিথ্যাচার করছে। এরা অর্বাচীন তারেক রহমানের চাইতে ভয়ঙ্কর। এইসব জ্ঞানপাপী থেকে সবাইকে সচেতন থাকতে হবে।’
তিনি বলেন, ‘খাদ্য আমদানির যে সংবাদ গণমাধ্যমে প্রকাশিত হয়েছে তা কোন মতেই সত্য নয়। দেশে খাদ্য ঘাটতির কোন লক্ষণ নেই। সরকারও চাল আমদানির কোন চিন্তা করছে না।’
ভারত থেকে চাল আমদানি সম্পর্কে খাদ্যমন্ত্রী বলেন, ‘ভারত তিন বছর পর পর তাদের পুরোনো চাল কম দামে বিক্রি করে। আমাদের ব্যবসায়ীরা কম দামে গোখাদ্য হিসেবে সে চাল ৪/৫ টাকা দরে আমদানি করতে পারে।’
তিনি সংসদকে আরো বলেন, ‘অচিরেই দেশে নিরাপদ খাদ্য আইন কার্যকরের মাধ্যমে দেশে নিরাপদ খাদ্য নিশ্চিত করা হবে।’
মন্তব্য চালু নেই