তামিমের বাসায় হ্যাপিকে নিয়ে খোঁচা দেয়ায় বোমা ফাটালেন রুবেল!

জাতীয় দলের ক্রিকেটার রুবেল হোসেন উঠতি বয়সী নায়িকা নাজনিন আক্তার হ্যাপির সাথে দীর্ঘদিন প্রেম করেছেন। হ্যাপির সবচেয়ে কাছের মানুষ ছিলেন ক্রিকেটার রুবেল হোসেন।

হ্যাপির সম্পর্কে রুবেল হোসেনের সবকিছুই জানাশোনা। রুবেল হোসেন ঈদ কাটান চট্টগ্রামে। হ্যাপির লজ্জাজনক দিক নিয়ে তামিমের বাসায় মুখ খুললেন রুবেল। হ্যাপিকে নিয়ে খোঁচা দেয়ায় রীতিমত বোমা ফাটালেন রুবেল!

তামিম ইকবাল বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের দাওয়াত দেন নিজের বাসায়। সবাই যান। কিন্তু মুক্ত সময় বলে হ্যাপিকে নিয়ে রুবেলকে নানা প্রশ্ন করতে থাকেন এক এক জন।

তামিম ইকবালের স্ত্রীও রুবেলকে হ্যাপীর বিষয়ে খোঁচা দেন। তখন রুবেল বলেন, ভাবি ও ভালো মেয়ে না। দেখেন না সস্তা জনপ্রিয়তা পাওয়ার জন্য সে কি করতেছে।

রুবেল বলেন, ও আমার জীবনকে শেষ করে দিতে চেয়েছিল কিন্তু আমি তাকে এই সুযোগ দেইনি। তকে আমি দীর্ঘদিন ধরে দেখেছি। ও মেয়ে হিসাবে একটা শয়তানের হাড্ডি। এই ধরনের মেয়ে নিয়ে সংসার করা যায় না।



মন্তব্য চালু নেই