তাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করা হিরোর মৃত্যু

গত বছরই অবসর নিয়েছিল ২৬/১১-র এই হিরো৷শনিবার ভিরার ফার্মে মারা গেল পুলিশ কুকুর টাইগার৷ ২০০৮ সালে মুম্বইয়ে জঙ্গিহানার সময় বোমা খোঁজার কাজ করেছিল এই ব্ল্যাক ল্যাব্রাডর৷

পুলিশ বিভাগ থেকে অবসর নেওয়ার পর ২০১৫ সাল থেকে ভিরারের ফিজা ফার্মই ছিল টাইগারের ঠিকানা৷ তার বয়স হয়েছিল ১২৷ ফুসফুসের সংক্রামণে ভুগছিল সে৷ নিয়মিত চিকিৎসাও চলছিল টাইগারের৷ কিন্তু শুক্রবার রাত থেকে তার শারীরিক অবস্থা খারাপ হতে শুরু করে৷ শনিবার সকালে মারা যায় মুম্বই হামলার এই হিরো৷ গত চার মাসে এনিয়ে মৃত্যু হল মুম্বাই হামলায় মানুষের জীবন বাঁচানো তিন পুলিশ কুকুরের৷

গত ১৮ জুন এই ফার্মেই মারা যায় টাইগারের ছোটবেলার সঙ্গী তথা সহকর্মী সুলতান৷ টাইগার আর সুলতান একই সঙ্গে থাকত৷ সুলতানের মৃত্যুর পর থেকেই একা হয়ে গিয়েছিল সে৷ তারা উভয়েই গোরেগাঁও ইউনিটের বম্ব ডিটেকশন এবং ডিসপোজাল স্কোয়াডের হয়ে কাজ করত।

গত ৮ এপ্রিল মারা যায় স্নিফার কুকুর ম্যাক্স৷ টাইগারের মৃত্যুর পর ফার্মে রয়ে গেল ২৬/১১য় কাজ করা এই টিমের শেষ সদস্য সিজার৷ টাইগারের মৃত্যুর পর পশু প্রেমী ফিজা শাহ জানান, ফুটবল নিয়ে খেলা করতে ভালোবাসত টাইগার৷ তবে তার সবচেয়ে বেশি পছন্দের ছিল গাছ থেকে পড়া নারকেল লোফা৷ গাছ থেকে নারকেল পড়লেই ছুটে যেত টাইগার৷ ফার্মের চারপাশে সেই নারকেল নিয় খেলা করে বেড়াত সে৷-কলকাতা



মন্তব্য চালু নেই