তরুণীর সঙ্গে বাকৃবি ভিসির আপত্তিকর ফোনালাপ ফাস! (অডিও সহ)
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. রফিকুল হকের সঙ্গে তরুণীর আপত্তিকর যৌন ইঙ্গিতপূর্ণ অডিও রেকর্ড নিয়ে তোলপাড় চলছে। ওই রেকর্ডটি আওয়ার নিউজ বিডি’র হাতে এসেছে। এতে ভিসির সঙ্গে ওই তরুণীর একাধিকবার শারীরিক সম্পর্কের ইঙ্গিত পাওয়া গেছে। তবে রেকর্ডটি জোর করে বা প্রলোভন দেখিয়ে করা হয়েছে এমন কোন ইঙ্গিত পাওয়া যায়নি।
পাঠকদের জন্য ভিসি ও তরুণীর কথোপকথন তুলে ধরা হলো :
ভিসি: তুমি এখন কি করতেছো।
তরুণী: কি আর করবো হাঁটাহাঁটি করতেসি রুমের মধ্যে।
ভিসি: মাত্র লোকজন বিদায় করে উপরে উঠলাম।
তরুণী: এখন আমাকে বিদায় করার জন্য ফোন দিয়েছেন।
হ্যালো, খাওয়া দাওয়া করসেন?
ভিসি: করসি কিচ্ছু ভাললাগেনা……
তরুণী: তবে আমায় বলেন ভালো লাগার জন্য আমি কি করতে পারি? আমার যদি কিছু করার থাকে তাহলে আপনি আমাকে বলেন।
ভিসি: তুমি আমাকে জড়িয়ে ধরে রাখো, আদর করো…
তরুণী: করে দিলাম, বলতে দেরি হলো, করতে দেরি হলো না।
ভিসি: তুমি আমাকে…………(অাপত্তিকর কথা)…
তরুণী: কিছুদিন আগে পেপারে যে দেখলাম সুড়ঙ্গ খুঁড়ে ব্যাংক ডাকাতি হয়েছে। আমি এমন একটা সুড়ঙ্গ খুঁড়ি। সেই সুড়ঙ্গ দিয়ে আপনার ড্রয়িং রুম হয়ে আপনার কাছে চলে আসি।
অডিও ক্লিপটি নিচে দেওয়া হলো :
https://www.youtube.com/watch?feature=player_embedded&v=npCItDwP4yI
মন্তব্য চালু নেই