‘তবুও সেরা মেসি’

ফুটবল মাঠে রোনালদোর চেয়ে অনেক বেশি পরিপূর্ণ এক খেলেয়াড় লিওনেল মেসি। তবে ব্যালন ডি’অরের জন্য এবার যোগ্য পর্তুগিজ তারকা রোনালদোই। এমন বিশ্বাসের কথা জানালেন রায়ো ভায়োকানো মিডফিল্ডার রবার্তো তাসোরাস।

রোনালদো ও মেসি একছরের ফিফা ব্যালন ডি’অর পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছেন। তাদের সঙ্গে আছেন জার্মানির তারকা গোলরক্ষক ম্যানুয়েল ন্যুয়ারও। কিন্তু রিয়াল মাদ্রিদকে গত বছর চ্যাম্পিয়ন্স লিগ জেতানোয় সেরার মুকুটটা রোনালদোরই প্রাপ্য মনে করেন বার্সা-রিয়াল উভয় দলে খেলা সাবেক এই তারকা খেলোয়াড়।

তবুও মেসিকে ফুটবল মাঠের সেরা জাদুকর মনে করেন রবার্তো তাসোরাস। তিনি বলেন, ‘আমার কাছে মেসিই সেরা। কারণ রোনালদোর চেয়ে নিজ ক্লাবে তার প্রভাবও অনেক বেশি। তাকে শুধু গোল স্কোরার বলা যাবে না। সে তার চেয়েও একটু বেশি দায়িত্বই পালন করছে বার্সেলোনাতে।’

তবে গেল বছরের নৈপুণ্য তুলনা করে রোনালদোকেই ব্যালন ডি’অর পুরস্কারের যোগ্য বলে মানছেন এই সাবেক তারকা ফুটবলার। তিনি বলেন, ‘কিন্তু নিঃসন্দেহে এবছর মাঠে রোনালদোই সেরা নৈপুণ্য দেখিয়েছেন। তাই ব্যালন ডি’অরও তার প্রাপ্য মনে করি আমি।’

‘কিন্তু মাঠে প্রতিভার সাক্ষর কতোটা দেখাতে পারেন এই দুই তারকা সেটা যদি তুলনা করা হয়, তবে আমি বলবো মেসিই সেরা।’



মন্তব্য চালু নেই