তনু হত্যার বিচার দাবিতে কুমিল্লায় বিক্ষোভ অব্যাহত
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যার বিচার দাবিতে কুমিল্লায় বিভিন্ন সংগঠন ও শিক্ষার্থীদের বিক্ষোভ অব্যাহত রয়েছে।
সোমবার বেলা ১১টার দিকে কুমিল্লা সদর উপজেলার নোয়াপাড়ায় এলাকাবাসী ও স্থানীয় শিক্ষার্থীরা কুমিল্লা শাসনগাছা-আলেখারচর সড়কের পাশে মানববন্ধন করে। মানববন্ধন শেষে প্রতিবাদ মিছিল বের করে। এ সময় ওই সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এদিকে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ডিগ্রি শাখার শহীদ মিনার প্রাঙ্গণে শিক্ষার্থীদের বিক্ষোভ অব্যাহত রয়েছে।
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থিয়েটারের সাবেক সভাপতি মো. আল-আমিন জানান, ভিক্টোরিয়া কলেজ শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত রয়েছে। বিকেলে নগরীর কান্দিরপাড়ে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হবে।
মন্তব্য চালু নেই