তনু হত্যাকারীদের গ্রেফতার দাবিতে নোয়াখালীতে শিক্ষার্থীদের মানববন্ধন
এম.এ আয়াত উল্যা, স্টাফ রিপোর্টার, নোয়াখালী : কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী সোহাগী জাহান তনু হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নোয়াখালী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা মানববন্ধন করেছে।
মঙ্গলবার দুপুর ১২টায় শহরের নোয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনের সড়কে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
একই দাবিতে একই সময়ে নোয়াখালী জেলা জজ আদালত ভবনের সামনে সড়কে মানববন্ধন করে নোয়াখালী সরকারী কলেজের শিক্ষার্থীরা।
মানববন্ধনে শিক্ষার্থীরা কলেজ ছাত্রী তনুর ধর্ষণ ও হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। পাশাপাশি অবিলম্বে হত্যাকান্ডে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
মন্তব্য চালু নেই