তনু হত্যাকান্ডের বিচারের দাবীতে কুড়িগ্রামে শিক্ষার্থীদের মানববন্ধন

কুড়িগ্রাম প্রতিনিধি: কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের মেধাবী ছাত্রী, নাট্যকর্মী সোহাগী জাহান তনুর ধর্ষন ও হত্যাকারীদের বিচারের দাবীতে কুড়িগ্রামে মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে।

গণজাগরন মঞ্চের উদ্যোগে বুধবার দুপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা ১ ঘন্টা ক্লাস বর্জন করে কুড়িগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনার চত্তরে মানব বন্ধনে অংশ নেয়।

মানব বন্ধনে বক্তব্য রাখেন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের জেলা আহবায়ক শ্যামল ভৌমিক, গণজাগরন মঞ্চের দুলাল বোস, রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদের সাধারণ সম্পাদক সুব্রতা রায়, ছাত্র ফ্রন্টের আতিক, রুকু ও ছাত্র ইউনিয়নের সভাপতি সুমন মোহন্তসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা।

বক্তারা অবিলম্বে সোহাগী জাহান তনুর হত্যাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্ত মুলক শাস্তির দাবী জানান।



মন্তব্য চালু নেই