‘তদবির নিয়ে এলে ব্যবস্থা’
পদোন্নতি, বদলি ও ছুটির জন্য তদবির নিয়ে এলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তবে তদবিরের বিষয় মানবিক হলে সেটিও বিবেচনায় নেওয়া হবে।
বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের সভাকক্ষে প্রেস ব্রিফিংয়ে তিনি একথা বলেন।
বদলি, পদোন্নতি ও ছুটির জন্য সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তাদের কাছে যাওয়ার জন্য সড়ক পরিবহণ ও সেতু বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের প্রতি আহবান জানান ওবায়দুল কাদের।
প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘আগে অনেক রাজনৈতিক তদবির আসতো, এখন অনেক কমে গেছে।’
পরের সংবাদ এশিয়া মহাদেশে প্রথমবারের মতো হতে যাচ্ছে “ঢাকা মডেল এজেন্সি এ্যাওয়ার্ড”-এর জমকালো অনুষ্ঠান
মন্তব্য চালু নেই