‘তদবির নিয়ে এলে ব্যবস্থা’

পদোন্নতি, বদলি ও ছুটির জন্য তদবির নিয়ে এলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তবে তদবিরের বিষয় মানবিক হলে সেটিও বিবেচনায় নেওয়া হবে।

বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের সভাকক্ষে প্রেস ব্রিফিংয়ে তিনি একথা বলেন।
বদলি, পদোন্নতি ও ছুটির জন্য সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তাদের কাছে যাওয়ার জন্য সড়ক পরিবহণ ও সেতু বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের প্রতি আহবান জানান ওবায়দুল কাদের।

প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘আগে অনেক রাজনৈতিক তদবির আসতো, এখন অনেক কমে গেছে।’



মন্তব্য চালু নেই