সাতক্ষীরায় ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্ভোধনী অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার আব্দুল জলিল

তথ্য প্রযুক্তিকে আরো বেশি করে কাজে লাগানোর মাধ্যমে দক্ষ জনশক্তি গড়ে তোলা সম্ভব

আব্দুর রহমান ॥ ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্র গুরুত্বপূর্ণ অবদান রাখছে। তথ্য প্রযুক্তির সম্প্রসারণ ও সর্বোত্তম ব্যবহারের লক্ষ্যে সরকার বদ্ধপরিকর। এ লক্ষ্যে সরকার বিভিন্ন জেলায় ডিজিটাল উদ্ভাবনী মেলার আয়োজন করেছে। এরই ধারাবাহিকতায় ৩য় বারের মতো সাতক্ষীরায় উদ্ভোধন করা হয়েছে দুই দিন ব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা। শনিবার বিকেল ৪টায় সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে এ মেলার উদ্বোধন ঘোষনা করেন খুলনা বিভাগীয় কমিশনার মো: আব্দুল জলিল। এসময় তিনি বলেন, “ডিজিটাল উদ্ভাবনী মেলার সাথে বাংলাদেশের জনগণ এখন পরিচিত। গ্লোবাইজেশন অর্থাৎ বিশ্বয়নের যুগে তথ্য প্রযুক্তি মানুষের দাড় প্রান্তে পৌছে গেছে। মানুষ তথ্য প্রযুক্তিকে কাজে লাগিয়ে বিশ্বকে হাতের মুঠোয় নিয়ে এসেছে। এ তথ্য প্রযুক্তিকে আরো বেশি করে কাজে লাগানোর মাধ্যমে দক্ষ জনশক্তি গড়ে তোলা সম্ভব। তিনি আরো বলেন, আপনারা যদি বর্তমান এই পৃথিবীতে বেঁচে থাকতে চান তাহলে অবশ্যাই আপনাদেরকে তথ্য প্রযুক্তির জ্ঞান অর্জন করতে হবে। ডিজিটাল বাংলাদেশ মানে শুধু কম্পিউটার বা মোবাইল টেপাটেপি নয়! ডিজিটাল বাংলাদেশ মানে তথ্য প্রযুক্তির জ্ঞানের মাধ্যমে নিজেকে সম্মৃদ্ধ করা।” উদ্ভোধনী অনুষ্ঠানে সাতক্ষীরা জেলা প্রশাসক নাজমুল আহসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাতক্ষীরা পুলিশ সুপার চৌধুরী মঞ্জুরুল কবির, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর লিয়াকত পারভেজ, সাতক্ষীরা পৌর মেয়র আলহাজ্ব এম এ জলিল, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা গকুল কৃঞ্চ ঘোষ। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আছাদুজ্জামান, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক আবু আহমেদ, জেলা শিক্ষা অফিসার কিশোরী মোহন সরকার, সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মুফতি আক্তারুজ্জামানসহ সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা ও শিক্ষার্থীবৃন্দ। আলোচনা সভা শেষে প্রধান অতিথি খুলনা বিভাগীয় কমিশনার মো: আব্দুল জলিলসহ আমন্ত্রিত অতিথিরা মেলার স্টল পরিদর্শন করেন।



মন্তব্য চালু নেই