ঢাবি শিক্ষিকাকে বিয়ে করলেন বদিউজ্জামান সোহাগ

নতুন জীবনে পা রাখলেন বাংলাদেশ ছাত্রলীগের সদ্য সাবেক সভাপতি বদিউজ্জামান সোহাগ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষিকা উশান আরা বাদলকে বিয়ে করলেন তিনি।

কনে উশান আরা বাদল ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক প্রয়াত মনিরুজ্জামান বাদলের মেয়ে। উশানের মা শামীমা আরা বাদল ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগারের কর্মকর্তা। মনিরুজ্জামান বাদল ১৯৯২ সালে ছাত্রলীগের একটি গ্রুপের গুলিতে নিহত হন।

সোহাগ ও উশান দু’জনের বাড়িই বাগেরহাটে। পারিবারিকভাবে দেখাশোনার পর ঘরোয়াভাবে বুধবার বিয়ের আনুষ্ঠানিকতা হয়। তবে ঈদের পর অক্টোবরে ঢাকায় অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে।

shohag-news_83704_0



মন্তব্য চালু নেই