ঢাবি শিক্ষার্থীদের আবারও শাহবাগ অবরোধ
৭২ ঘণ্টার আলটিমেটাম শেষে নাসিরনগরে সংখ্যালঘুদের ওপরে হামলা, মন্দির ভাঙচুরের প্রতিবাদ ও প্রাণিসম্পদ মন্ত্রী ছায়েদুল হকের অপসারণ দাবিতে আবারো শাহবাগ সড়ক অবরোধ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিন্দু শিক্ষার্থীরা।
এরআগে গত শুক্রবার দাবি আদায়ে ৭২ ঘন্টার সময় বেধে দিয়ে অবরোধ তুলে নিয়েছিলেন তারা।
শিক্ষার্থীরা বলছেন, যতক্ষণ পর্যন্ত না সরকারের কোনো দায়িত্বশীল প্রতিনিধি শাহবাগ চত্বরে দাবি পূরণের আশ্বাস না দিবেন ততক্ষণ পর্যন্ত অবরোধ চালিয়ে যাবেন তারা।
অবরোধের কারণে শাহবাগ থেকে রূপসী বাংলা, কাটাবন, মৎস্য ভবন, ও দোয়েল চত্বর পর্যন্ত সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
মন্তব্য চালু নেই