ঢাবি ভিসিসহ ১০জনকে প্রাণনাশের হুমকিদাতাদের গ্রেপ্তারের দাবি রাবিসাসের
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি আ আ ম স আরেফিন সিদ্দিক, বুদ্ধিজীবী ও লেখক সিলেট শাহজালাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. মুহম্মদ জাফর ইকবালসহ প্রগতিশীল ১০ বিশিষ্ট্য নাগরিককে হত্যার হুমকিদাতাদের দ্রুত চিহ্নিত করে গ্রেপ্তারের দাবি জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (রাবিসাস)। বৃহস্পতিবার বিকেলে রাবিসাসের সভাপতি এমএ সাঈদ শুভ ও সাধারণ সম্পাদক মাহবুব আলম স্বাক্ষরিত এক বিবৃতিতে এ দাবি জানানো হয়েছে।
এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতিতে বলা হয়েছে, ‘দেশে একের পর এক মুক্তমনা লেখক, ব্লগার ও প্রগতিশীল ব্যক্তিদের হত্যা করা হচ্ছে। এমতবস্থায় বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভিসি আ আ স ম আরেফিন সিদ্দিক, বুদ্ধিজীবী ও লেখক সিলেট শাহজালাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. মুহম্মদ জাফর ইকবাল, লেখক ও কলামিস্ট ঢাবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রফেসর কাবেরী গায়েন, জগন্নাথ হলের প্রাধ্যক্ষ অসীম সরকার, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম, গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারসহ ১০ জন বিশিষ্ট্য নাগরিককে জঙ্গি সংগঠন ‘আল কায়েদা-আনসারুল্লাহ বাংলাটিম : ১৩’ পরিচয়ে ডাকযোগে চিঠি পাঠিয়ে হত্যার হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনাটি উদ্বেগজনক। মুক্তমনা লেখক, বুদ্ধিজীবী ও প্রগতিশীলদের জন্য চরম উদ্বেগের কারণ। এ ঘটনায় রাবিসাস তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। একই সঙ্গে এ হুমকি দেওয়ার সঙ্গে যারা জড়িত দ্রুত তাদের চিহ্নিত করে গ্রেপ্তারের জোর দাবি জানায়।’
বিবৃতিতে আরো বলা হয়েছে, ‘সাম্প্রতিক সময়ে প্রগতিশীল ব্যক্তি, লেখক ও ব্লগারদের প্রকাশ্যে হত্যার ঘটনায় প্রমাণিত হয় যে সরকার তার নাগরিকদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। এ সব হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের চিহ্নিত করতে না পারলে তার দায়ভার সরকারের ওপর বর্তাবে। আর যেন মুক্তমনা লেখক, ব্লগার ও প্রগতিশীল ব্যক্তিদের খুনের শিকার হতে না হয়, এজন্য প্রশাসনকে দ্রুত যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে। এছাড়া যে ১০জন বিশিষ্ট্য নাগরিককে হত্যার হুমকি দেওয়া হয়েছে, তাদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহবান জানাচ্ছি।’
মন্তব্য চালু নেই