ঢাবির সমাবর্তনের ফরম বিতরণ ১১ ডিসেম্বর পর্যন্ত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ৪৯তম সমাবর্তনের ফরম আগামী ১১ ডিসেম্বর পর্যন্ত বিতরণ করা হবে বলে বিশ্ববিদ্যালয়ের গণসংযোগ বিভাগ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে।

আগামী ১৩ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্রের খেলার মাঠে এ সমাবর্তন অনুষ্ঠিত হবে।

এজন্য গত ২ নভেম্বর ২০১৪ রোববার থেকে সমাবর্তনে অংশগ্রহণে ইচ্ছুকদের ফরম পূরণ প্রক্রিয়া অব্যাহত আছে।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, অনুষ্ঠিতব্য ৪৯তম সমাবর্তন-২০১৫ এর ফরম পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তর থেকে সংগ্রহ করে ও যথাযথভাবে পূরণ করার পর রেজিস্ট্রেশন ফি জমা দিয়ে পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরে জমা দিতে হবে।

রেজিস্ট্রেশন ফিস জমা দেয়া যাবে জনতা ব্যাংক, সোনালী ব্যাংক এবং অগ্রণী ব্যাংক, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস শাখায়।

উল্লেখ্য, ৪৮তম সমাবর্তন-২০১৪ অনুষ্ঠিত হওয়ার পর থেকে ৪৯তম সমাবর্তন-২০১৫ এর আবেদনপত্র জমা দেয়ার শেষ তারিখের পূর্ব পর্যন্ত যেসব ফলাফল প্রকাশিত হবে সেসব গ্র্যাজুয়েট ও পদকপ্রাপ্তরা এ সমাবর্তনে অংশগ্রহণ করতে পারবেন।

অংশগ্রহণকারী গ্র্যাজুয়েট ও পদকপ্রাপ্তদের অবশ্যই বিশ্ববিদ্যালয়ের সরবরাহকৃত নির্দিষ্ট একাডেমিক কস্টিউম পরিধান করতে হবে।

আগামী ১১ জানুয়ারি রোববার এবং ১২ জানুয়ারি সোমবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদ ভবন, বিজ্ঞান ক্যাফেটেরিয়া, বিজনেস স্টাডিজ অনুষদ ভবন ও ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) প্যান্ডেলে সমাবর্তনের আমন্ত্রণপত্র সংগ্রহ করে কস্টিউম নিতে হবে।



মন্তব্য চালু নেই