ঢাবির প্রশ্নপত্র ফাঁস চক্রের দুই সদস্য গ্রেপ্তার
ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাতে রাজধানীর রমনা থানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা ও অপরাধ তথ্য বিভাগের সদস্যরা। গ্রেপ্তার হওয়া দুইজন হলেন মো. জাহিদ হাসান ও এ জেড এম মোসাদ্দেকুল ইসলাম। তাদের কাছ থেকে পুলিশ প্রশ্নপত্র ফাঁসের কাজে ব্যবহৃত পাঁচটি মোবাইল ফোন সেট, এসএমএস কনটেন্টসহ কল ডিটেইল রেকর্ড প্রিন্ট ও ৩০ হাজার টাকা উদ্ধার করেছে।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুইজন জানিয়েছে, তাঁরা ৩০ অক্টোবর ও ৬ নভেম্বরে অনুষ্ঠেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করে টাকার বিনিময়ে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের কাছে বিক্রি করেন।
মন্তব্য চালু নেই