ঢাবিতে দ্বিতীয় সুযোগ চেয়ে আন্দোলন

ঢাবিতে শিবির ধর, জবাই কর স্লোগানে শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) দ্বিতীয় বার ভর্তি পরীক্ষার সুযোগ চেয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিলে ‘শিবির ধর, জবাই কর’ স্লোগান দিয়ে হামলা চালিয়েছে ঢাবি ছাত্রলীগ। আন্দোলনরত শিক্ষার্থীরা এ অভিযোগ করেছেন। তবে অভিযোগের বিষয়টি অস্বীকার করেছে ছাত্রলীগের নেতারা।

শুক্রবার বেলা সাড়ে ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির রাজু ভাস্কর্যের সামনে তাদের ওপর এ হামলা চালানো হয়। হামলার ঘটনায় বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন।

হামলার শিকার এক শিক্ষার্থী বলেন, ‘আমরা শান্তভাবে আমাদের বিক্ষোভ কর্মসূচি পালন করছিলাম। বেলা সাড়ে ১২টার দিকে ছাত্রলীগের একটি মিছিল থেকে ‘শিবির ধর, জবাই কর’ স্লোগান দিতে দিতে আমাদের বিক্ষোভ কর্মসূচির ভেতর ঢুকে হামলা চালায়।’

এসময় বেশ কয়েজনকে মারধরও করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন।

তিনি আরো বলেন, এসময় পুলিশ কাছেই দাঁড়িয়েছিল। তারা আমাদের উদ্ধার করতে এগিয়ে আসেনি।’

হামলার ঘটনার সত্যতা স্বীকার করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এম আমজাদ আলী বাংলামেইলকে বলেন, ‘হামলা হয়েছে শুনেছি।’ কিন্তু কারা হামলা চালিয়েছে এ সম্পর্কে কিছু জানেন না বলে তিনি জানান।



মন্তব্য চালু নেই