ঢাবিতে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ দাবি
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) দ্বিতীয় দফা ভর্তি পরীক্ষা দেয়ার সুযোগের দাবি জানিয়ে বিক্ষোভ করেছে এ বছরের ভর্তি পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীরা।
শুক্রবার সকাল সাড়ে ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত ক্যাম্পাসের রাজু ভাস্কর্যের সামনে তারা বিক্ষোভ কর্মসূচি পালন করে।
আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি, এ বছর মাত্র দুই মাসের মতো সময় পেয়েছিল তারা, যে কারণে প্রস্তুতি ভালো না থাকায় অনেকেই সুযোগ পায়নি। তাদের বিশ্বাস তারা সামনের বার ভর্তি পরীক্ষায় অবশ্যই ভালো করবে।
এই অবস্থায় দেশের সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে পড়ার স্বপ্ন নষ্ট না করে দেয়ারও অনুরোধ করে তারা।
এতদিন এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণরা টানা দুইবার ভর্তি পরীক্ষা দেয়ার সুযোগ পেত।
ভর্তিচ্ছুক শিক্ষার্থী শ্রভ্রত মণ্ডল বলেন, ‘একদিকে প্রস্তুতির সময় কম দেয়া হয়েছে, অপরদিকে দ্বিতীয়বার পরীক্ষার সুযোগও বন্ধ করা হয়েছে। আমরা সবচেয়ে বেশি বৈষম্যের স্বীকার হয়েছি।’
এসময় কর্তৃপক্ষকে তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে দ্বিতায়বার ভর্তি পরীক্ষার সুযোগ করে দেয়ার আহ্বান জানায় আন্দোলনরত শিক্ষার্থীরা।
উল্লেখ্য, ভর্তি পরীক্ষায় জালিয়াতি ঠেকাতে গত মঙ্গলবার শিক্ষার্থীদের দ্বিতীয় দফায় পরীক্ষায় অংশ নেয়ার সুযোগ বন্ধ করার সিদ্ধান্ত নেয় ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষায় অংশ নেয়ার সুযোগ পাওয়ায় একদিকে যেমন প্রথমবার পরীক্ষা দেয়া শিক্ষার্থীরা বঞ্চিত হয়, অপরদিকে পুরাতন শিক্ষার্থীরা কোচিং সেন্টারগুলোর সহযোগিতা নিয়ে ভর্তি পরীক্ষাগুলোতে জালিয়াতি করার চেষ্টা করে। এমন অভিযোগের ভিত্তিতে দ্বিতীয় দফায় পরীক্ষা নেয়ার সুযোগ বন্ধ করে দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তাছাড়া, দ্বিতীয়বার ভর্তি পরীক্ষায় অংশ নেয়া শিক্ষার্থীরাই ঢাবিতে বেশি ভর্তি হতে পারে।
মন্তব্য চালু নেই