ঢাকা সিটির উন্নয়নে সবচেয়ে বড় বাধা জনপ্রতিনিধিদের দুর্নীতি ও স্বজনপ্রীতি
ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে নগর উন্নয়ন ঐক্য ফোরামের মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের নিয়ে বুধবার (৮ এপ্রিল) বিকেলে আয়োজিত প্রস্তুতি সভায় বক্তাগণ উন্নত ও আদর্শ ঢাকা গড়তে সিটির ভোটারদের সহযোগিতা কামনা করেন। সভায় প্রধান অতিথির বক্তব্যে চরমোনাই মরহুম পীর সাহেবের সাহেবজাদা মুফতী সৈয়দ মোঃ ফয়জুল করীম বলেছেন, বাংলাদেশকে বিশ্বের মধ্যে উন্নত দেশে পরিণত করতে হলে প্রথমে রাজধানী ঢাকাকে উন্নয়নের মডেল বানাতে হবে। কিন্তু দুঃখের বিষয় স্বাধীনতার পর থেকে ঢাকার মেয়র ও কাউন্সিলর হিসেবে আমরা যাদেরকে নির্বাচিত করেছি তারা হয়তো নিজেরা দুর্নীতিগ্রস্ত ছিলেন নতুবা তাদের সংগীসাথীরা দুর্নীতিতে আকণ্ঠ নিমজ্জিত ছিল। ফলে তিনযুগ পার হলেও ঢাকার নাগরিক সমস্যার বেশিরভাগই দূর হয়নি।
তিনি বলেন, মেয়র ও কাউন্সিলরগনের যোগ্যতা, সততা ও তাদের গৃহীত নীতিসমূহ যত উন্নত হবে জনগণের কল্যাণ ও নগরীর উন্নয়নও তত ভাল হবে। অপর পক্ষে নির্বাচিত মেয়র ও কাউন্সিলরগণ যদি যোগ্য ও সৎ না হন তা হলে তাদের নির্বাচনী ওয়াদা ফাঁকাবুলিতে পরিণত হবে। তাদের থেকে জনগণের প্রকৃত কল্যাণ ও নগর উন্নয়নের কোনো আশা করা যায় না। আমার মনে হয়, নগর উন্নয়ন ও জনগণের কল্যাণের পথে বড় বাধা দুর্নীতি। দুর্নীতিকে পাকাপোক্ত করার জন্য সন্ত্রাস, স্বজনপ্রীতি ও দলীয়করণের আশ্রয় নেয়া হয়। অপরিকল্পিত পরিকল্পনা এবং সে অনুযায়ী কর্মকান্ডও দুর্নীতির একটি হাতিয়ার। অপরিকল্পিত কর্মকান্ডের মাধ্যমেও জনগণের আমানতের খেয়ানত করা হয়। তাই নির্বাচিত হলে সর্বাগ্রে আমাদের কাজ হবে দুর্নীতি ও সন্ত্রাস নির্মূলে কর্মসূচি গ্রহণ করা। স্বজনপ্রীতি ও দলীয়করণের মূলোৎপাঠন করা। তবেই গড়ে উঠবে আমাদের স্বপ্নের ঢাকা।
বর্ষিয়ান রাজনীতিক ও জননেতা আলহাজ্ব হাফেজ মাওলানা অধ্যাপক এটিএম হেমায়েত উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন- ডা. মোখতার হোসাইন, অধ্যক্ষ ইউনুছ আহমাদ, অধ্যাপক আশরাফ আলী আকন, অধ্যাপক মাহবুবুর রহমান, মাওলানা গাজী আতাউর রহমান, মাওলানা ইমতিয়াজ আলম, মুহাম্মাদ আমিনুল ইসলাম, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, মাওলানা আহমদ আবদুল কাইয়ুম, মাওলানা খলিলুর রহমান, মাওলানা এবিএম জাকারিয়া।
সভায় ডিসিসি উত্তরের মেয়র প্রার্থী মাওলানা শেখ ফজলে বারী মাসউদ ও দক্ষিণের মেয়র প্রার্থী আলহাজ্ব আব্দুর রহমান উপস্থিত বিভিন্ন স্তরের ভোটারদের সার্বিক সহযোগিতা কামনা করেন।
মন্তব্য চালু নেই