ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজট

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে প্রায় ৬০ কি. মি. এলাকা জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে হাজার হাজার যাত্রী চরম দুর্ভোগে পড়েছে। দুই ঘণ্টার পথ পাড়ি দিতে যাত্রীদের ১০-১৫ ঘণ্টা লাগছে বলে জানা গেছে।

আজ রবিবার ভোর থেকে এই মহাসড়কে এ যানজটের সৃষ্টি হয়েছে।

গোড়াই হাইওয়ে থানার ওসি মো. হুমায়ূন কবীর জানান, কোরবানির পশুবাহী ট্রাক চলাচল করায় এ সড়কে যানবাহনের চাপ অনেক বেড়ে গেছে। এছাড়াও চন্দ্রা থেকে মির্জাপুর উপজেলার জামুর্কি পর্যন্ত মহাসড়কের বিভিন্ন অংশে খানা-খন্দ সৃষ্টি হয়ে যানবাহন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।

যানজট নিরসনের জন্য মির্জাপুর থানা পুলিশ, হাইওয়ে পুলিশ ও ট্রাফিক পুলিশ চেষ্টা করে যাচ্ছে বলে জানান মির্জাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাইন উদ্দিন মাইন।



মন্তব্য চালু নেই