ঢাকা ছেড়েছেন মমতা
বাংলাদেশ সফর শেষে কলকাতার উদ্দেশে ঢাকা ছেড়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। শনিবার রাতে এয়ার ইন্ডিয়ার একটি প্লেনে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি।
এর আগে রাত সোয়া ৯টায় হোটেল র্যাডিসন বস্নু থেকে বিমানবন্দরের উদ্দেশে রওনা দেন মমতা।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরসঙ্গী হিসেবে একদিন আগেই শুক্রবার রাতে ঢাকায় আসেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তার সঙ্গে ছয় সদস্যের প্রতিনিধিও ছিলেন।
শনিবার সকাল সোয়া ১০টার দিকে ঢাকায় আসেন নরেন্দ্র মোদি। এরপর বিকালে হোটেল সোনারগাঁওয়ে মোদির সঙ্গে বৈঠক করেন মমতা। পরে একই গাড়িতে করে প্রধানমন্ত্রী কার্যালয়ে যান মোদি ও মমতা। সেখানে ঢাকা-কলকাতা-আগরতলা-শিলং বাস সার্ভিসের উদ্বোধন করেন তারা। এ ছাড়া বাংলাদেশ-ভারতের মধ্যে স্থলসীমান্ত অনুসমর্থনের দলিল হস্তান্তরসহ আনুষ্ঠানিক বৈঠকে উপস্থিত তিনি।
এদিকে, বিভিন্ন সংবাদমাধ্যম বলছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুরোধে আরো একদিন ঢাকায় থাকতে রাজি ছিলেন মমতা। কিন্তু রোববার সকালে ঢাকা থেকে কলকাতাগামী কোনো ফ্লাইট না থাকায় শনিবার রাতেই কলকাতায় ফিরে যান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
মন্তব্য চালু নেই