ঢাকা ছেড়েছেন অভিজিতের স্ত্রী বন্যা

মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা প্রকৌশলী অভিজিৎ রায়ের স্ত্রী রাফিদা আহমেদ বন্যাকে যুক্তরাষ্ট্রে ফিরিয়ে নেয়া হচ্ছে। রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি থাকা বন্যার ফিটনেস পরীক্ষার পর মঙ্গলবার সকাল ৭টার ফ্লাইটে তাকে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হয়। তবে বিষয়টি খুবই গোপনিয়তার সঙ্গে করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস।

বিষয়টি নিশ্চিত করে অভিজিতের ছোটভাই অনুজিত রায়ের স্ত্রী কেয়া বর্মণ জানান, মঙ্গলবার সকাল ৭টার ফ্লাইটে করে রাফিদা আহমেদ বন্যাকে যুক্তরাষ্ট্রে পাঠানো হয়েছে।

স্বামী অভিজিতের মৃত্যুর পর মার্কিন নাগরিক বন্যার নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে উঠে যুক্তরাষ্ট্র সরকার। ওই ঘটনায় বন্যাও গুরুতর আহত হন। তাই মার্কিন দূতাবাসের তত্ত্বাবধানে তাকে যুক্তরাষ্ট্রে ফিরিয়ে নেয়া হচ্ছে।

অভিজিতের বাবা অজয় রায় গতকাল রাতে জানিয়েছিলেন, বাংলাদেশে বান্যার নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র সরকার। তাই তারা বন্যাকে সে দেশে ফিরিয়ে নিয়ে যাচ্ছে। অ্যাম্বাসি ইতিমধ্যে সব রকম ব্যবস্থা করে রেখেছে। আজ রাতেই তাকে নিয়ে যাওয়ার কথা। তবে কয়টায় ফ্লাইট, তা এখনো জানানো হয়নি।

এদিকে গত বৃহস্পতিবার রাত পৌনে ৯টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকার বটতলায় বইমেলায় প্রবেশের নিরাপত্তা ফটকের সামনে দুর্বৃত্তদের অস্ত্রের আঘাতে নিহত হন মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা অভিজিৎ রায়। স্ত্রীসহ তিনি বইমেলা থেকে ফিরছিলেন। হামলায় তার স্ত্রী রাফিদা আহমেদও গুরুতর আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বইমেলার সোহরাওয়ার্দী উদ্যান অংশে প্রবেশপথের কাছে রাজু ভাস্কর্যের দিকে বটগাছের তলায় এ হামলার ঘটনা ঘটে। কয়েকজন যুবক তাদের চাপাতি দিয়ে এলোপাতাড়ি কোপায়। এসময় তারা দাঁড় করিয়ে রাখা একটি মোটরসাইকেলের উপর পড়ে যান। দুর্বৃত্তরা চলে যাওয়ার সময় ওই মোটরসাইকেলের নম্বর প্লেটটিও খুলে নিয়ে গেছে।

উল্লেখ, অভিজিৎ রায় যুক্তরাষ্ট্রে বসবাস করতেন। তারা সে দেশেরই নাগরিক এবার একুশের বইমেলায় তার দু’টি বই প্রকাশ হওয়ার কারণেই তিনি দেশে ফিরেন। ধর্ম নিয়ে লেখালেখির কারণে এর আগে বেশ কয়েকবার তাকে মৌলবাদীরা প্রাণনাশের হুমকি দেয়।



মন্তব্য চালু নেই