ঢাকা ছাড়লেন জন কেরি
সংক্ষিপ্ত সফর শেষে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ঢাকা ত্যাগ করেছেন। সোমবার বিকেল সাড়ে ৫টার পর দিল্লির উদ্দেশে বিশেষ বিমানে ঢাকা ত্যাগ করেন তিনি। পররাষ্ট্র সচিব এম শহীদুল হক তাকে বিমানবন্দরে বিদায় জানান।
এর আগে সকালে ঢাকা পৌঁছলে পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে বিমানবন্দরে অভ্যর্থনা জানান।
সফরকালে জন কেরি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেন। পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলীর সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করেন। এরপর বিকালে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেন।
ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।
সন্ধ্যায় বিদায় নেওয়ার আগে মার্কিন দূতাবাসে তিনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন।
মন্তব্য চালু নেই