ঢাকা কেন্দ্রীয় কারাগারের কয়েদির মৃত্যু

ঢাকা কেন্দ্রীয় কারাগারের এক কয়েদির মৃত্যু হয়েছে। শনিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঢাকা কেন্দ্রীয় কারাগারের কারারক্ষী জাকারিয়া আলম জানান, কয়েদি জাহাঙ্গীর আলম (৩২) সকাল ৮টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এ সময় তাকে ঢামেক হাসপাতালে নিয়ে আসা হয়। সকাল সাড়ে ৮টার দিকে সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি জানান, জাহাঙ্গীর আলমের কয়েদী নং ৭২৭৪/এ। তার বাবার নাম দুলাল খান। তার ব্যাপারে তাৎক্ষণিক আর কিছু জানাতে পারেননি ওই করারক্ষী।



মন্তব্য চালু নেই