ঢাকা কলেজে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঢাকা কলেজে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার ইফতারির পর এ ঘটনার সূত্রপাত হয় বলে জানিয়েছে পুলিশ।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সহকারী কমিশনার (এসি, ধানমণ্ডি) রুহুল আমিন সাগর জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।

রাত পৌনে ৮টার দিকে তিনি জানান, পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। কলেজ ক্যাম্পাসে পুলিশ রয়েছে।

এদিকে এ ঘটনায় আহত ২ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা হলেন— দর্শন বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র রহমত উল্লাহ (২৩) ও সমাজবিজ্ঞান বিভাগের মাস্টার্সের ছাত্র রুবেল মিয়া (২৪)। তাদের দুজনেরই মাথায় এবং হাতে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

কলেজের অপর এক শিক্ষার্থী জাহাঙ্গির আলম জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে এ সংঘর্ষ হয়। হিরন, শেখ রাসেল, রাসেল মাহমুদসহ ২০-২৫ জন লোক অপর পক্ষের ছাত্রদের উপর অতর্কিত হামলা চালায়, তারপরে সংঘর্ষ শুরু হয়।



মন্তব্য চালু নেই