ঢাকা উত্তরে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান আগামী মাসে

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক জানিয়েছেন, আগামী করপোরেশনের প্রতিটি ওয়ার্ডে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান শুরু হচ্ছে। এ লক্ষ্যে প্রতি ওয়ার্ডে একটি করে কমিটি গঠন করা হবে। এবং তাঁর নেতৃত্বে থাকবেন স্থানীয় ওয়ার্ড কমিশনার।

আজ শুক্রবার সকালে রাজধানীর গাবতলীর পর্বত সিনেমা হলের সামনে ঢাকা উত্তর সিটি করপোরেশনের উদ্যোগে বিশেষ পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন মেয়র।

অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী এনামুল হকসহ বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



মন্তব্য চালু নেই