ঢাকা-আরিচা ও নবীনগর-চন্দ্রা মহাসড়কে যানচলাচল স্বাভাবিক
টিপু সুলতান(রবিন), সাভার(ঢাকা): সাভারের ঢাকা-আরিচা মহাসড়কেও আশুলিয়ার নবীনগর-চন্দ্রা ও টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কে যানচলাচল স্বাভাবিক রয়েছে।
এছাড়া গত দু’দিনের তুলনায় সড়ক দু’টির সংযোগ স্থল নবীনগর ত্রিমোড়ও বাইপাইল এলাকায় ঘরমুখো মানুষের তেমন চাপ দেখা যায়নি।
পুলিশ জানায়, রাজধানী থেকে উত্তরবঙ্গের উদ্দ্যেশে বাড়তি যানবাহন ছেড়ে না আসায় এবং সেই সাথে বাপাইপাইল ত্রিমোড় ও নবীনগর এলাকায় ঘরমুখো মানুষের চাপ কম থাকায় সকাল থেকেই ঢাকা-আরিচা, নবীনগর-চন্দ্রা ও টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কে যানচলাচল স্বাভাবিক রয়েছে। তবে বিকালের দিকে ঘরমুখো মানুষের চাপ বাড়বে বলে ধারনা পুলিশের।
এদিকে, যানজট ও সড়কের পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকা-আরিচা নবীনগর-চন্দ্রা ও টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের বিভিন্ন পয়েন্টে বিপুল পরিমান পুলিশ মোতায়েন রাখা হয়েছে।
মন্তব্য চালু নেই