ঢাকায় পৌঁছেছেন শচীন

মঙ্গলবার সকাল ১১টায় ঢাকায় পৌঁছেছেন ভারতের কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকার। ভারতের গৌহাটি থেকে বিমানযোগে ঢাকায় পৌঁছান লিটল জিনিয়াস।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের দল ‘লিজেন্ডস অব রূপগঞ্জ’ এর নাম উদ্বোধন এবং লোগো উন্মোচনের জন্য ঢাকা আসলেন তিনি। দলটির স্বত্বাধিকারী লুৎফর রহমান বাদলের মারফত বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। আজ ওয়েস্টিন হোটেল এন্ড রিসোর্টে ‘লিজেন্ডস অব রূপগঞ্জে’র লোগো উন্মোচন করবেন লিটল মাস্টার শচীন।
বাদলের সঙ্গে বেশ ভালো বন্ধুত্ব রয়েছে শচীনের। এ কারণেই তার ক্লাবের নাম এবং লোগো উম্বোচনে আসলেন দ্য লিটল মাস্টার। বাদলের ভাই মো. মহসিন জানান, ‘গত বছর যখন আমরা দল কিনেছি, তখনই শচীন কথা দিয়েছিলেন এর লোগো এবং নাম উম্বোচনে ঢাকায় আসবেন তিনি। ওয়াদা রক্ষা করতেই ব্যস্ততার ফাঁকে ঢাকায় আসছেন তিনি।’
এরপর রূপগঞ্জের এক শিক্ষা প্রতিষ্ঠানে যাবেন ক্রিকেটের সর্বোচ্চ সেঞ্চুরির মালিক ব্যাটিং জিনিয়াস। ইন্ডিয়ান সুপার লিগে (আইএসএল) কেরালা ব্লাস্টারসের যৌথ মালিকানায় রয়েছেন ভারতীয় এই গ্রেট ক্রিকেট তারকা। সেকারণে মঙ্গলবার রাতেই তাকে ভারতে ফিরে যেতে হবে।



মন্তব্য চালু নেই