ঢাকায় ছিনতাই হওয়া প্রাইভেটকারসহ এক ব্যক্তি সাতক্ষীরার কলারোয়া থেকে আটক

ঢাকায় ছিনতাই হওয়া প্রাইভেটকারসহ এক ব্যক্তিকে কলারোয়া থেকে আটক করেছে পুলিশ। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ব্রজবক্সার খলসী গ্রাম থেকে ছিনতাই হওয়া প্রাইভেট কার (ঢাকা মেট্রো-গ-১৩-৭১৭৯)সহ খুলনার পাইকগাছার জিরবুনিয়া গ্রামের আ. মাজেদ শেখের পুত্র বাবলুর রহমান বাবু (৩০)কে আটক করে গোয়েন্দা পুলিশ। থানা সূত্র জানায়, গত বছরের ১৪ জুলাই ঢাকায় প্রাইভেটকার ছিনতাইয়ের ঘটনায় ধানমন্ডি থানায় একটি মামলা (নং-১২/১৩) হয়। মামলাটির তদন্তের জন্য ডিএমপি গোয়েন্দা পুলিশ ডিবি দায়িত্ব নেয়। গোপন সংবাদের ভিত্তিতে ডিবির ওসি পরিতোষ চন্দ্রের নেতৃত্বে একটি টিম নিয়ে কলারোয়া থানা এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে কলারোয়া উপজেলার ব্রজবাকসার খলসী গ্রামের মধ্যে থেকে খুলনার পাইকগাছা উপজেলার জিরবুনিয়া গ্রামের আ. মাজেদ শেখের পুত্র বাবলুর রহমান বাবু (৩০) কে একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ-১৩-৭১৭৯) সহ আটক করে পুলিশ। আটককৃত বাবু কলারোয়ায় বাসা ভাড়া নিয়ে থাকতো বলে পুলিশের কাছে স্বীকার করেছে। আটককৃত বাবলুর রহমান বাবু জানায়, এ ছিনতাইকারীর মধ্যে দনি-পশ্চিম অঞ্চলের অন্যতম সদস্য বাকড়া গ্রামের শফি। সে ঢাকা শহরের ছিনতাই হওয়া সকল গাড়ি যশোররের ঝিকরগাছাসহ বিভিন্ন স্থানে নিয়ে রাখে এবং সময় মতো গাড়ির নম্বর পেট ও বডি পাল্টিয়ে বিক্রি করে দেয়। ছিনতাই চক্রের সকল সদস্যদের ধরতে সাড়াশি অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন দায়িত্বরত পুলিশ কর্মকর্তারা।



মন্তব্য চালু নেই