ঢাকায় ইয়াবাসহ গ্রেপ্তার শিবচরের মেয়রের ছেলে

রাজধানীর শান্তিনগরে ইয়াবা নিয়ে মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) হাতে গ্রেপ্তারের পর মাদারীপুরের শিবচর পৌরসভার বিদায়ী মেয়রের ছেলেসহ তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

দণ্ডপ্রাপ্তরা হলেন- শিবচর পৌরসভার বিদায়ী মেয়র আবদুল লতিফের ছেলে মো. সুজায়েত হোসেন ওরফে জেমী (২৬) এবং মো. রনি (২৮), মো. নুরুজ্জামান (৪৩)।

ডিবির সহকারী কমিশনার নিশাত রহমান মিথুন বলেন, বুধবার সকাল ৯টার দিকে শান্তিনগরের ১৪৫ নম্বর ইস্টার্ন প্লাস শপিং কমপ্লেক্সের নিচতলার গ্যারেজ থেকে ৪২টি ইয়াবাসহ তাদের গ্রেপ্তার করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করে ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯ (১) টেবিলের ৯ (ক) এবং ২২ (খ) ধারায় রনি ও নুরুজ্জানকে ছয় মাস করে এবং জেমীকে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়।

গ্রেপ্তার মো. সুজায়েত হোসেন জেমী নিজেকে মাদারীপুরের শিবচর পৌরসভার মেয়র আবদুল লতিফের ছেলে হিসেবে পরিচয় দেন বলে জানান পুলিশ কর্মকর্তা নিশাত রহমান মিথুন।

সুজায়েত হোসেন জেমীকে নিজের বড় ছেলে বলে নিশ্চিত করেন আবদুল লতিফ।

তবে ইয়াবা রাখার দায়ে দণ্ডিত হওয়ার কথা তখন পর্যন্ত শুনেননি বলে জানান শিবচর পৌরসভার এই বিদায়ী মেয়র ।



মন্তব্য চালু নেই